আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৫ ডিসেম্বর: করোনা আবহে এবার বিদ্যুৎ বিল জমা না দেওয়ার পরামর্শ দিলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। শনিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিদ্যুৎ বন্টন কোম্পানির দপ্তরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি হয়। দলের হয়ে যার নেতৃত্ব দেন সায়ন্তন বসু। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ও বিধায়ক মনোজ টিজ্ঞা। সেই বিক্ষোভ সমাবেশে সায়ন্তন বসু বলেন,”আজ থেকেই আপনারা বিদ্যুতের বিল জমা দেওয়া বন্ধ করুন। তারপরে বন্টন কোম্পানির কর্মীরা আপনাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ কাটতে এলে তখন আমরা যা বোঝার বুঝে নেব।”
সায়ন্ত বসু বলেন, “এখন থেকে বিধানসভা নির্বাচন পর্যন্ত আপনারা বিদ্যুতের মাশুল দেওয়া স্থগিত রাখুন। নির্বাচনের পর আমাদের নতুন সরকার সস্তায় বিদ্যুতের মাশুল হার ঠিক করবে। তখন আপনারা আমাদের সরকারের ঠিক করা হারে বিদ্যুতের বকেয়া পরিশোধ করবেন।” পাশাপাশি পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল সবচেয়ে চড়া বলে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। এদিকে বিদ্যুৎ বন্টন কোম্পানীর স্থানীয় দপ্তরের বিক্ষোভ কর্মসূচির আগে বিজেপি-র কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে ফালাকাটা শহরের বিভিন্ন রাস্তার মিছিল করে। পুলিশ প্রশাসনও কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্টন কোম্পানীর অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে।
সায়ন্তন বসু সাধারণ মানুষকে এইভাবে বিদ্যুতের মাশুল জমা না দেওয়া নিদান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন,”সায়ন্তন বসুরা পাগলের প্রলাপ বকছেন। সায়ন্তনবাবুরা বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে বাংলার মানুষকে যে উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে বাংলার মানুষ যখন পাল্টা দেওয়ার চেষ্টা করবে তখন তারা সামলাতে পারবেন তো?