মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে পুরুলিয়ায় ‘নীতি যাত্রা’র সূচনা বিজেপির

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৯ ফেব্রুয়ারি: মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে ‘নীতি যাত্রা’ কর্মসূচির সূচনা করল বিজেপি। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জয়পুর বিধানসভার বিধায়ক নরহরি মাহাতো আজ ঝালদার গোকুলনগরে পঞ্চশহিদ মূর্তিতে ও ঝালদার চুনাভাট্টি মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান। তার পরই দলের ওই কর্মসূচির শুরু করেন। দলীয় কর্মসূচির সূচনা করে সাংসদ জ্যোতির্ময় জানান, পুরুলিয়া জেলার চার জায়গা ঝালদা, বলরামপুর, রঘুনাথপুর ও হুড়া থেকে একযোগে শুরু হল নীতি যাত্রা। রাজ্য সরকারের চরম দুর্নীতির প্রতিবাদে এই নীতি যাত্রা। দুই দিনের এই নীতি যাত্রা সোমবার পুরুলিয়া শহরে পৌঁছাবে।

গ্রামের ভোট সামনেই। লড়াইয়ে কোমর বেঁধে নামছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের জন কল্যাণমুখী প্রকল্পের প্রচারের সঙ্গে সঙ্গে এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘নীতি যাত্রা’। ১৯ ও ২০ ফেব্রুয়ারি নীতি যাত্রা কর্মসূচি চলবে। এরই অঙ্গ হিসেবে জেলার ঝালদা ছাড়াও রঘুনাথপুর, হুড়া এবং বলরামপুর থেকে পদযাত্রার সূচনা হয়। রঘুনাথপুরে দুই বিধায়ক বিবেকানন্দ বাউরি ও নদিয়ার চাঁদ বাউরি, হুড়ায় বিধায়ক কমলাকান্ত হাঁসদা ও সুদীপ মুখার্জি এবং বলরামপুর থেকে পদযাত্রায় নেতৃত্ব দেন বিধায়ক বানেশ্বর মাহাতো, জেলা সভাপতি বিবেক রাঙা। এছাড়াও রাজ্য নেতৃত্ব বিদ্যাসাগর চক্রবর্তী ও জেলা নেতৃত্বরা নেতৃত্বে থাকছেন। ২০ ফেব্রুয়ারি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সমবেত হবে পদযাত্রা। সেখানে বড় মাপের জনসভা হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *