রাজেন রায়, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: ডিজিটাল ভার্সনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সকলের হাতের মুঠোয়। কর্মী সমর্থকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ক্লিকে পৌঁছে দিতে এ বার নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের সূচনা করল তৃণমূল কংগ্রেস। শনিবার এক রাজনৈতিক সভা শেষে ডায়মন্ডহারবার থেকে ‘দিদির দূত’ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৪ ফেব্রুয়ারি দিদির দূত অ্যাপ নামক এই অ্যাপটি গুগল প্লে-স্টোরে আসে। তারপর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষের বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন।
এতদিন ধরে নবান্ন থেকে সরাসরি ফেসবুক লাইভে অভ্যস্ত ছিল জনতা। ভোট ঘোষণার আগে এবার জেলা সফরে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁর কাজ-উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন। ‘দিদির দূত’ অ্যাপ্লিকেশন যাঁরা ব্যবহার করবেন, তাঁরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংযুক্ত হতে পারবেন এবং তাঁর সভাগুলি সবার সঙ্গে একই সময় দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা রাজ্যজুড়ে নতুন তথ্য, খবরাখবর, ফটো, ভিডিয়ো সম্পর্কেও জানতে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের মতামতও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।
বিধানসভা নির্বাচনের আগে রথ যাত্রার আয়োজন করেছে বিরোধী দল বিজেপি। পাঁচ থেকে ছয় দফায় রথযাত্রা করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চায় তারা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনগণের আরও কাছে পৌঁছে যেতেই এই অ্যাপ্লিকেশন সহায়ক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী শাসকদলের এই প্রয়াসকে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, “দিদিকে বলো, বাংলার গর্ব মমতা ব্যর্থ হয়েছে। পাড়ায় সমাধান করতে গিয়ে তোলাবাজি বেড়ে গেল। এখন আবার দিদির দূত। এসব আবার কী! দিদি তো নিজেই সব। সব আসনে তিনিই প্রার্থী। তাহলে তাঁর আবার দূত কেন?”