বনগাঁয় রথ যাত্রা শুরু করল বিজেপি, রথ যাত্রা ঘিরে মানুষের ঢল নামে রাস্তায়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের প্রচার ও হাওয়া নিজেদের পালে টানতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমাজুড়ে রথযাত্রা শুরু হয়। রথ যাত্রা ঘিরে মানুষের ঢল নেমেছে। বৃহপতিবার সকাল থেকে বিজেপি কর্মীরা ট্যাবলো নিয়ে গোটা উত্তর ও দক্ষিণ বিধানসভা পরিক্রমা করেন। এরপর বেলা ১১টা নাগাদ বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকার নিমতলা থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা।

বনগাঁ দক্ষিণ বিধানসভার চৌবেড়িয়া নিমতলা হয়ে বনগাঁ উত্তর বিধানসভা এলাকার গোপালনগর বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের বাড়ি হয়ে বাগদা বিধানসভা এলাকার সিন্দ্রানী, হেলেঞ্চা হয়ে আবার বনগাঁ উত্তর বিধানসভা এলাকার গাঁড়াপোতা, চাঁদা, হয়ে বনগাঁ মতিগঞ্জে এসে রাতে চা পান করেন। আজকের পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় পশুপালন উন্নয়ন প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। পথে চৌবেড়িয়া এলাকায় দীনবন্ধু মিত্রের বসতভিটায় দিয়ে দীনবন্ধু মিত্রের মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী। এদিনের এই পরিবর্তন যাত্রা দেখতে মানুষের ঢল নামে রাস্তায় রাস্তায়। প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান বলেন, এই রথ যাত্রা মানে বাংলায় পরিবর্তন যাত্রা। বিজেপি নেতা রাজীব রায় ও অজিত অধিকারী বলেন, তৃণমূলের দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে নতুন সোনার বাংলা গড়ার চেষ্টাই ভারতীয় জনতা পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *