সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ নভেম্বর: কৃষকদের ধানের নাহ্য মূল্য দেওয়া এবং বিক্রির ব্যবস্থার দাবি জানিয়ে মিছিল করল বিজেপি। বুধবার দুপুরে বিজেপির কিষাণ মোর্চার ব্যবস্থাপনায় পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে শুরু হয় মিছিলটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা যোগ দেন। মিছিলের সামনের সারিতে ছিলেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ছাড়াও জেলা ও বিভিন্ন মোর্চার নেতৃবর্গ। মেইন রোড ধরে মিছিলটি পুরুলিয়া স্টেশনের পাশ দিয়ে পুরানো পুলিশ লাইন হয়ে ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয়।
মিছিল শেষে বিজেপি জেলা সভাপতি বলেন,‘বিশেষ করে প্রান্তিক চাষিদের পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকারকে ধান বিক্রির উপযুক্ত ব্যবস্থা করতে হবে। সামান্য কিছু ধান বিক্রির জন্য ১০ কিলোমিটার দূরে গিয়ে গ্যাঁটের টাকা খরচ করে কৃষকদের ধান নিয়ে যেতে হয় কিষাণ মাণ্ডিতে। ধান বিক্রির জন্য ওই প্রান্তিক কৃষকদের দিনভর সেখানে থাকতে হয়। এটা দ্রুত যাতে হয় সেই উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। এছাড়া কৃষকরা যাতে নায্য মূল্য পায় সেই দিকটিও নজরে রাখতে হবে সরকারকে।’