আমাদের ভারত, নদীয়া, ৩০ সেপ্টেম্বর: ভারতবর্ষের সমস্ত কৃষকদের স্বার্থে ও কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের সমর্থনে বুধবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রেক্রিয়েশনের মাঠ থেকে এক পদযাত্রায় শামিল হলেন নবদ্বীপের বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের পথসভাটি রেক্রিয়েশনের মাঠ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে প্রাচীন মায়াপুর নরহরি ধামের সন্নিকটে গিয়ে শেষ হবে বলে জানাগিয়েছে বিজেপি সূত্রে।
এই দিনের পদযাত্রায় উপস্থিত রানাঘাটের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার সহ সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর ও অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ।