বিশ্বভারতী কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর চাপ বাড়াতে রাস্তায় সৌমিত্র খাঁ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ আগস্ট: বুধবার রাজ্য যুবমোর্চার সভাপতি কলকাতায় দলের রাজ্য সদর দফতর থেকে জোঁড়াসাকো ঠাকুর বাড়ি পর্যন্ত বিশ্বভারতী কান্ডের প্রতিবাদে মিছিলেরর ডাক দেন। দুপুর দুটো নাগাদ রাজ্য বিজেপির সদর দফতর থেকে শুরু হয় যুবমোর্চার মিছিল। গিরিশ পার্কে পৌছাতেই যুবমোর্চার মিছিল আটকায় কলকাতা পুলিশ। তারপরেই যুবমোর্চার রাজ্য সভাপতি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

সৌমিত্র খাঁর সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। বিক্ষোভ থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুবমোর্চার কর্মীদের। এরপরেই পুলিশ সৌমিত্র খাঁ সহ যুবমোর্চার বেশ কয়েজন কর্মীকে গ্রেফতার করেন। নিজের গ্রেফতারের প্রশ্নে সৌমিত্র খাঁ বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভাঙ্গচুর চালিয়েছে তাদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। উল্টে ঘটনায় প্রতিবাদ জানালে যুবমোর্চার কর্মীদের গ্রেফতার করছে রাজ্যের পুলিশ। পুলিশের এমন দ্বিচারিতা বাংলার মানুষ লক্ষ্য করছে বলে জানান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

প্রাক্তন সাংসদ অনুপম হাজরা বলেন, বিশ্বভারতীতে তৃণমূল সমর্থকরা ভাঙ্গচুর চালিয়েছে। পুলিশ সব জানার পরেও চুপ। কিন্তু যুবমোর্চা প্রতিবাদ করলে পুলিশ তাদের গ্রেফতার করছে। এইভাবে গ্রেফতার করে যুবমোর্চাকে থামানো সম্ভব হবে না বলে জানান সৌমিত্র খাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *