কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: বিজেপি বিরোধী দলগুলি কৃষি বিলের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মন কি বাত অনুষ্ঠানে কৃষি বিলের ঢালাও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই বিলের ফলে কৃষকরা স্বাধীনতা পাবে।
কৃষি বিলের সমর্থনে সোমবার বিকেলে ঘাটালের রানির বাজার থেকে কলেজ মোড় পর্যন্ত বিজেপির এক বিশাল মিছিল হল। মিছিলে কৃষি বিলের সমর্থনে স্লোগান ওঠে। ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে, জয়প্রকাশ মজুমদার সহ-মন্ডল সভাপতিরা ও অন্যান্য নেতৃত্ব।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, কৃষি বিল নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে। এই বিল পাসের ফলে কৃষকরা অনেক স্বাধীনতা পাবেন এবং কৃষির সামনে এক নতুন যুগ তৈরি হবে এবং কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবেন।