আমাদের ভারত, ১৫ জুলাই: বহু প্রত্যাশিত ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ঘাটালে একটি জনসভা ও দাসপুর বাস সট্যান্ড থেকে একটি বাইক মিছিল করা হয় বিজেপির তরফে। এই দুই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদনের জন্য যেমন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন তেমনি রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, বিভাজনের রাজনীতি ও দুর্নীতির অভিযোগে সরব হন।
বহু প্রত্যাশিত ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক অনুমোদন পাওয়া গেছে। এই প্রকল্প রূপায়নের জন্য ‘ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম’-এর অধীনে টাকা দেওয়া হবে বলে জানা গেছে।
কেন্দ্র ও রাজ্যের যৌথ অংশীদারিত্ত্বে প্রায়
দেড় হাজার কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প রূপায়নে ব্যায় ধার্য হয়েছে। এই প্রকল্পের অধীনে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ পার্শ্ববর্তী এলাকায় থাকা কংসাবতী এবং শিলাবতী নদী সহ অন্যান্য নদী এবং খালের নাব্যতা বাড়াতে নিয়মিত সংস্কার, স্থায়ী বাঁধ নির্মাণ, লকগেট বসানোর পরিকল্পনা রয়েছে। ফলে প্রতি বছর বর্ষার সময়ে বণ্যার কবল থেকে রক্ষা পাবে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার।
ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আজ ঘাটালে একটি জনসভার আয়োজন করে করছে ভারতীয় জনতা পার্টি। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের সর্ব ভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ, রাজ্য সম্পাদক সমিত দাস, জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তাঁরা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

