আমাদের ভারত, ১৫ আগস্ট: নার্সিং হোমের মধ্যে কর্তব্যরত নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার শ্রীরামপুরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা।
তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পরিবারকে না জানিয়েই এক প্রকার জোর করে নিয়ে চলে যায় পুলিশ। এই অভিযোগ করে বিজেপি-র তরফে এদিন জানানো হয়, ওই নার্সের দেহ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে রাখা আছে।
এই অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এদিন দুপুরে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে যান দলের রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র।
প্রসঙ্গত, বুধবার গভীর রাতে বোড়াই তেমাথা এলাকার ‘শিবম সেবাসদন’ নার্সিংহোমের চারতলার একটি কক্ষ থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়। মৃতার নাম দীপালি জানা (২৪)। বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রায়নগরে। পরিবারের অভিযোগ, এর পিছনে গভীর রহস্য রয়েছে।