সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ জানুয়ারি: পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি, চুরির অভিযোগ ও তদন্তের দাবিতে ওন্দা বিডিও অফিসে স্মারকলিপি দিতে গিয়ে বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা বাধা পাওয়ায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।এদিন স্মারকলিপি জমা দেওয়ার জন্য বিধায়কের নেতৃত্বে এক মিছিল ওন্দার বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিডিও অফিসের সামনে এসে হাজির হয়। ওই সময় অফিসের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। যার ফলে গেটের মুখেই আটকে পড়েন বিধায়ক ও কয়েকশো কর্মী সমর্থক।
বাধা পেয়ে বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এক সময় বেশ কিছু যুবক মারমুখী হয়ে ওঠে। এরই মাঝে গেট পেরিয়ে কয়েকজন ভিতরে প্রবেশ করে বিডিওর সঙ্গে দেখা করতে যান। সেখানে বিডিওর দেখা না পেয়ে জয়েন্ট বিডিও’কে বিষয়টি জানায় এবং গেট খুলে দেওয়ার দাবি জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওন্দাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আগাম জানানো সত্বেও গেট বন্ধ করে দেওয়া হয়। ওন্দা পঞ্চায়েত সমিতিতে ব্যাপক দুর্নীতি ও চুরির অভিযোগ রয়েছে, কিন্তু প্রশাসনিক ভাবে কোনও ব্যবস্থা গৃহীত হয়নি। উপরন্তু লিখিতভাবে স্মারকলিপি জমা দিতে এলেও তা দিতে বাধা দেওয়া হচ্ছে। এবিষয়ে বিডিওর কোনও বক্তব্য মেলেনি।