নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ ডিসেম্বর:
এবার খোদ রাজ্য সদর দফতরের সমনেই দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। বীরভূমের জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে ক্ষোভ জানাতে বিজেপির রাজ্য দপ্তরে বিক্ষোভ দেখাল বীরভূমের বিজেপি কর্মীরা।শুক্রকার দুপুরে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক আসেন বিজেপির রাজ্য দপ্তরে। তাদের অভিযোগ, দুর্নীতিতে যুক্ত রয়েছেন বীরভূমের বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল। তার জন্যই বীরভূমে বিজেপির অবস্থা খারাপ হচ্ছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। রাজ্য দফতরের সামনে জেলা সভাপতির বিরুদ্ধে এমন বিক্ষোভের কারণে অস্বস্তিতে বিজেপির রাজ্য নেতারা।
সূত্রের খবর, বিক্ষোভকারীরা প্রত্যেকেই দুধকুমার মন্ডলের ঘনিষ্ঠ। তবে মৃন্ময় মুখার্জি নামে এক বিক্ষোভকারী তা অস্বীকারও করেছেন। তিনি জানিয়েছেন, আমরা বিজেপি করি। আমরা দলের ভালো চাই। তাই বীরভূমের মাটিতে দলকে শক্তিশালী করতে রাজ্য দফতরে আমাদের কথা জানাতে এসেছি। এটা কোনও বিক্ষোভ নয়। দলের কর্মীরা রাজ্য নেতাদের জানাতে এসেছে কিভাবে বর্তমান জেলা সভাপতি দুর্নীতির সঙ্গে যুক্ত।