আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মে: বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে সোমবার বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে রাজ্যে ফেরানো এবং গণবণ্টন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করা সহ বেশ কয়েকটি দাবিতে এদিন সকালে পশ্চিম মেদনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির শ্রমিক সংগঠন।
বিজেপির এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের অন্যান্য জেলাগুলির মতো পশ্চিম মেদিনীপুরেও জেলাশাসকের দপ্তরের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। জেলা বিজেপির সভাপতি শমিত দাস জানিয়েছেন, গণবণ্টন ব্যবস্থায় এ রাজ্যে ব্যাপক দুর্নীতি চলছে এবং বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা ঘরে ফেরার জন্য রাজ্য সরকারের কাছে কাকুতি-মিনতি করছেনl সবকিছু দেখেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে নাl তারই প্রতিবাদে আজ জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়l