আমাদের ভারত, হুগলী, ৩ জুলাই: আমফানে সঠিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, রেশনে সঠিক বন্টন ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব মানুষদের মধ্যে বন্টন সহ ছয় দফা দাবিতে শ্রীরামপুর পুরসভা ঘেরাও বিজেপির।
শুক্রবার এই সব দাবি নিয়ে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সারা রাজ্যের সব পুরসভা ও পঞ্চেয়েতেই এই নিয়ে ঘেরাও বিক্ষোভ করছে বিজেপি। কোথাও কোথাও সামাজিক দূরত্ব লঙ্ঘন করেই জমায়েত হচ্ছেন বিজেপি কর্মীরা। যদিও তা নিয়ে মাথা ব্যাথা নেই তাদের। আজ সকালের এই বিক্ষোভের নেতৃত্ব দেন শ্রীরামপুর মন্ডল সভাপতি শ্যামল বসু। যদিও পুরসভার প্রশাসক অমিয় মুখার্জি এদিন পুরসভায় অনুপস্থিত থাকার কারনে ডেপুটেশন না দিয়েই ফিরে যেতে হয় বিজেপি কর্মীদের।