১২ ঘন্টার বনধ ঘিরে অশান্ত ময়না, আগুন জ্বেলে, ব্যারিকেড করে বিক্ষোভ বিজেপির

পার্থ খাঁড়া, ময়না, পূর্ব মেদিনীপুর, ৩ মে: ময়নায় বিজেপির ডাকা বনধ ঘিরে বুধবার সকাল থেকে উত্তেজনা অব্যাহত ময়নায়।বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় এই বনধের ডাক দেওয়া হয়েছে।

বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ সফল করতে আজ ময়না বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধে নামে দলের নেতা কর্মীরা। এর জেরে যান চলাচল সম্পূর্ণ আটকে পড়ে। একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। দোকান, বাজার সকালের দিকে খুললেও বিজেপি কর্মীরা মিছিল করে দোকানদারদের অনুরোধ করে সেগুলি বন্ধ করে দেয়। বহু মানুষ জরুরি কাজে বেরিয়েও রাস্তায় আটকে পড়েন। তবে বেলা বাড়তেই শুরু হয়ে যায় পুলিশের তৎপরতা।

ময়না থানার পাশাপাশি জেলা পুলিশ লাইন থেকে আসা বিশাল পুলিশ বাহিনী পথে নেমে ব্যারিকেড হঠিয়ে রাস্তা খুলে দেয়। এই নিয়ে অবরোধকারীদের সঙ্গে রীতিমতো বচসা বাধে পুলিশের। পুলিশ ব্যারিকেড তুলে দিলেও বিভিন্ন জায়গায় ফের অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। ময়না তিন রাস্তার মোড় থেকে অবরোধ তুলে দিলেও বিজেপি বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে ফের অবরোধ শুরু হয়। বিজেপির দাই আজকের ডাকা বনধ স্বতঃস্ফূর্ত। সাধারণ মানুষ এই বনধের পাশে রয়েছেন।

ময়নার অন্নপূর্ণা বাজারে অবরোধে নেতৃত্ব দেন বিজেপি নেতা গৌতম ঘোড়াই। তাঁর দাবি, “আজ সকাল ৬টা থেকে আমরা বনধ পালন করছি। এখানে যেভাবে একজন বিজেপি নেতাকে প্রকাশ্যে পিটিয়ে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়েছিল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদ শুরু হয়েছে।”

ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার দাবি, “আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করছি। ময়না জুড়ে যেভাবে সন্ত্রাস কায়েম করার চেষ্টা চলছে তা এলাকার মানুষই রুখে দেবে। পুলিশের সামনে লাগাতার বোমাবাজি চলছে, বিজেপি নেতাদের প্রকাশ্যে খুন করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *