স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ ডিসেম্বর: আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা লুটের অভিযোগ তুলে সরব হল বিজেপি নেতৃত্ব। বুধবার বিকালে হেমতাবাদ শালবাগান এলাকা থেকে একটি মিছিল করা হয়। মহিলামোর্চা এবং যুবমোর্চা যৌথভাবে এই মিছিল করে। মিছিলটি হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে হেমতাবাদ বিডিও অফিসে এসে শেষ হয়।
বিডিও অফিসের সামনে আমফানের টাকা লুটের অভিযোগে সরব হয় বিজেপি নেতৃত্ব। বিজেপি মহিলামোর্চার জেলা সভানেত্রী শিবানী মজুমদার, জেলা যুব সভাপতি গৌতম বিশ্বাস, হেমতাবাদে বিজেপির দুই মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক, সৌমেন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
আমফানের হিসেবে নয় ছয় করা হয়েছে অনুমান করে ক্যাগকে দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে আমফানের ত্রাণ দুর্নীতিতে ক্যাগকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পরেই এবার রাস্তায় নামল বিজেপি।