কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: একেই বলে গোদের ওপর বিষফোড়া। বর্তমানে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ লকডাউন যার কারণে উপার্জন বন্ধ বহু মানুষের। উপার্জন বন্ধ, কিন্তু তাই বলে পেট তো আর মানে না। দৈনন্দিন খাদ্যের জোগাড় করতে হচ্ছে প্রতিটি মানুষকেই। এমতাবস্থায় প্রতিদিন বেড়েই চলছে মানুষের খাদ্যের মধ্যে অতি প্রয়োজনীয় দ্রব্য আলুর দাম। তাই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের গৌরা বাস স্ট্যান্ডে বুধবার বিকেলে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে গলায় আলুর মালা পরে কয়েকশ কর্মী ও সমর্থক নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বুধবার বিকেলে গৌরা মার্কেটিং সোসাইটির সামনে থেকে মিছিল শুরু হয় এবং গৌরা বাসষ্ট্যান্ডে এসে বিক্ষোভ দেখায় বিজেপি।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক প্রামানিক, দাসপুর ২ বিজেপির মধ্য মন্ডল সভাপতি তন্ময় সিংহরায় ও দাসপুরের বিজেপি নেতা কালিপদ সেনগুপ্ত সহ আরও অন্যান্যরা।

