পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা শাসক (এসডিও) কার্যালয়ে রাজ্য বিজেপি নেতা তপন মাইতির নেতৃত্বে সাধারণ মানুষদের নিয়ে একটি প্রতিনিধিদল উপস্থিত হয়। তাঁদের উদ্দেশ্য ছিল নির্বাচন সংক্রান্ত এসআইআর প্রক্রিয়ার ৭ নম্বর ফর্ম জমা দেওয়া। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনও নির্দেশ না থাকায় প্রশাসন ওই ফর্ম গ্রহণ করতে অস্বীকার করে বলে অভিযোগ।

ফর্ম জমা না নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে। এরপর খড়্গপুর মহকুমা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রশাসনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তোলেন।

বিক্ষোভ চলাকালীন রাজ্য বিজেপি নেতা তপন মাইতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সাধারণ মানুষের ভোটার সংক্রান্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এসআইআর-এর ৭ নম্বর ফর্ম জমা দিতে এসেও মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। নির্বাচন কমিশনের নির্দেশ না থাকার অজুহাতে প্রশাসন দায়িত্ব এড়াতে পারে না।” তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তপন মাইতির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের সমস্যা উপেক্ষা করছেন। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানাব এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের ইস্তফার দাবি জানানো হবে।”
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ না আসা পর্যন্ত কোনও ফর্ম গ্রহণ করা সম্ভব নয়। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও প্রশাসনিক সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
তপন মাইতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা নেতা দেব গোপাল বেরা, গৌতম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

