বিদ্যুতের দাম কমানোর দাবিতে বনগাঁয় বিজেপির প্রতিবাদ মিছিল

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১১ জুলাই: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বনগাঁ জেলা বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টি। জেলা কমিটির নেতৃত্বে সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরে বিদ্যুৎ দফতরের সামনে এই বিক্ষোভ দেখায় বনগাঁ জেলা বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভে নেতৃত্ব দেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি রাম পদ দাস। মিছিলে অংশ নেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও বিজেপি নেতা শোভন বৈদ্য সহ কর্মী সমর্থকরা।

এদিন ১৪ দফা দাবিতে, হ্যারিকেন ও ইন্ডাকশন নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। বিদ্যুতের বিল কমানো, প্রতি মাসে বিদ্যুৎ বিল নেওয়া, কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব সহ ১৪ দফা দাবি নিয়ে বনগাঁ বিদ্যুৎ ডিভিশনের দফতরে স্মারকলিপি জমা দেন বিজেপি সভাপতি সহ বিধায়করা। বিজেপি নেতা শোভন বৈদ্যের অভিযোগ, ‘‘গত চার বছরে ১২ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফলে অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে বিদ্যুতের দাম এখন অনেক বেশি। এমনিতেই এ রাজ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহ সমস্ত ব্যবহৃত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তার উপরে বিদ্যুতের বিল এমন ভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবন যাত্রা অচল হয়ে যাবে।

এই বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, মাননীয়ার কাছে বিদ্যুতের বিল কমানোর দাবি জানাচ্ছি আমরা। ভোটের আগে বনগাঁর সাধারণ মানুষকে ইন্ডাকশন কুকার দেওয়া হল ভোটের স্বার্থে। আমার প্রশ্ন বিদ্যুৎ বিল কি মাননীয়া দেবেন? আমাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *