সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ মে: এবার থালা হাতে নিয়ে বিদ্যুৎ বিল মকুবের দাবিতে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার, জেলার বিভিন্ন অংশে এই কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ও লকডাউনের বিধি মেনে বিদ্যুৎ বিল মাফের দাবি জানিয়ে স্লোগান দেন মোর্চা নেতৃত্ব ও সদস্যরা।
সংগঠনের জেলা সভাপতি রাজেশ চিন্না তাঁদের এই কর্মসূচি সম্পর্কে জানান, টানা লকডাউনের ফলে অনেকেই কর্মহারা হয়ে পড়েছেন। পুরুলিয়া জেলায় উপার্জনহীন অবস্থায় নিত্যদিনের খাবার জোগাড় করতে দিশেহারা হচ্ছেন বেশ কিছু মানুষ। এই অবস্থায় বিদ্যুৎ বিল মকুব করা উচিত রাজ্য সরকারের। এটা না হলে গ্রাহকদের থালা হাতে দরজায় দরজায় ঘুরতে হবে। দ্বিতীয় পর্যায়ে এই কর্মসূচির মধ্যে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।