জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুলাই শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আমফান ঝড়ের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ তুলে শুক্রবার মেদিনীপুর পৌরসভার সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে উপস্থিত দলের জেলা সভাপতি শমীত দাশ বলেন, যখন ভারতীয় জনতা পার্টি আমফানের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তখন বলা হয়েছিল আপনারাও একটা তালিকা দিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া হবে। প্রশাসন যেন দান-ভিক্ষার টাকা দিচ্ছে ক্ষতিগ্রস্তদের।
তিনি অভিযোগ করেন, শালবনি ব্লকের আমফানের টাকার দায়িত্ব দেওয়া হয়েছিল মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির ভাইপোকে। সেই টাকা পৌছায়নি ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে। আগামী দিনে শাসকদল একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক যেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের নাম ঠিকানা ও ফোন নাম্বার সঠিকভাবে থাকবে। তারা যেন যথাযথভাবে টাকা পায় সেই দায়িত্ব নিতে হবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।