গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৯ আগস্ট: স্বাধীনতা দিবসের দিন খানাকুলে দলীয় কর্মী সুদর্শন প্রামানিক খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাল বিজেপি। বুধবার, এই দাবিতে হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ ও গোঘাট থানায় বিক্ষোভ দেখানো হয়। বিজেপির দাবি আরামবাগ মহকুমাজুড়ে বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করছে। এদিন আরামবাগের গৌরহাটির মোড় থেকে মিছিল করে আরামবাগ থানায় যায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং খানাকুলে তাদের কর্মী খুনের নিরপেক্ষ তদন্তের দাবি করে তারা।

অন্যদিকে, গোঘাটে বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, দোষীদের গ্রেফতার না করলে আমাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আরো বড়ো আন্দোলনে নামবে বিজেপি। খানাকুল নতীবপুর এলাকায় তৃণমূল দুষ্কৃতীরা ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনের সময় তাকে নৃশংস ভাবে খুন করে। এই খুনের প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে প্রতিটি থানায় বিক্ষোভ দেখানো হল।

