সারা রাজ্যে লাগামছাড়া বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ জুলাই: সারা রাজ্য জুড়ে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুতের বিল মকুবের দাবিতে বিক্ষোভ বিজেপির। পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক ও কাঁথি সহ জেলার বিদ্যুৎ অফিসগুলির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে কর্মী ও সমর্থকরা।

অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য কয়েকগুণ বেশি এবং মহামারির জন্য বিদ্যুতের বিল মকুব করার দাবিতে আজ সকালে ভারতীয় জনতা পার্টির তমলুক নগর মন্ডলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিজলী ভবনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন তমলুক জেলা সাংগঠনিক সভাপতি নবারুণ নায়ক ও তমলুক জেলা সাংগঠনিক সহ-সভাপতি আশিস মণ্ডল সহ বিজেপির সদস্যরা। সামাজিক দূরত্ব মেনে চলে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *