সাথী দাস, পুরুলিয়া, ১২ নভেম্বর:
বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া জেলা জুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। পুরুলিয়া শহরে আজ বিকেলে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করে বিজেপি। কোটশিলা বাজারে পথ অবরোধ ও বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। এছাড়া জেলার বিভিন্ন ব্লকে একই ভাবে ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে।
প্রসঙ্গত, দলীয় নেতাদের সঙ্গে দিলীপ ঘোষ আলিপুরদুয়ারের জয়গাঁও সভা করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাঁর গাড়িতে তৃণমূল কর্মীরা আক্রমণ করে, তার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনার কথা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন পুরুলিয়ার বিজেপি নেতা কর্মীরা। প্রতিবাদে তাঁরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।