আমাদের ভারত, কলকাতা, ১৭ অক্টোবর: বাংলাদেশ হিন্দু নির্যাতনের ঘটনায় এবার পথে নামছে রাজ্য বিজেপি। আজ এবং আগামীকাল দু’দিন তারা রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং পথসভা করবে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বাংলাদেশ হিন্দুদের ওপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে। একশোর বেশি পুজো মণ্ডপ ভাঙ্গচুর করা হয়েছে, প্রতিমা ভেঙ্গে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর অমানবিকভাবে নির্যাতন চলছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছি। আজ এবং আগামীকাল দুইদিন বিক্ষোভ মিছিল হবে। দলের সাংসদ এবং বিধায়করাও নিজের নিজের এলাকায় অংশ নেবেন। প্রতি জেলা কেন্দ্র ছাড়াও বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ মিছিল হবে বা কোথাও প্রতিবাদ সভা হবে। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হবে।
এব্যাপারে বিজেপির রাজ্য সম্পাদক, সাংগঠনিক, অমিতাভ চক্রবর্তী আজ একটি টুইট করেন। তিনি লিখেছেন, বাংলাদেশ মা দুর্গা, মন্দির ও হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে আজ এবং আগামীকাল দুইদিনব্যাপী রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল। সেই টুইটে অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন।
নিত্য গোপাল পাল লিখেছেন, খুশি হলাম কিন্তু পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশ থেকে তারকাঁটা টপকে আসা ছাগল দাড়িওয়ালা দুধেল গরুগুলোর কি ব্যবস্থা নেওয়া হবে, যারা বাংলাদেশের নাগরিক এবং ভারতীয় নাগরিক? যারা দুই দেশের হিন্দুদের ওপর হামলা করছে।
বাংলাদেশ থেকে অভ্রনীল লিখেছেন, দয়া করে বাংলাদেশী হিন্দুদের রক্ষা করুন। আমরা এখানে পুরোপুরি অসহায়। এখানে আমাদের সঙ্গে ভয়ঙ্কর অমানবিক ব্যবহার করা হচ্ছে।
কলকাতা থেকে রেনুকা শর্মা লিখেছেন, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় হিন্দুরা নির্যাতিত হচ্ছেন। জয় বাংলা স্লোগান দেওয়া লোকগুলো গেল কোথায়?