ছাটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বড়জোড়ায় কারখানার সামনে বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ সেপ্টেম্বর: কর্মরত শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবি জানিয়ে কারখানা গেটের সামনে ধর্না অবস্থান করে বিক্ষোভ দেখায় বিজেপি। আজ সকালে বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগোড়িয়ায় অবস্থিত প্যান্ডরোল রাহী টেকনোলোজিস প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি ক্ষুদ্র ইস্পাত কারখানার ছাঁটাই হওয়া শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ধর্নায় বসেন বিজেপির বড়জোড়া মন্ডল-১ এর সভাপতি গোবিন্দ ঘোষ। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ যতক্ষণ না ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে।

গেটের সামনে ধর্নার কারণে কারখানায় গেট অবরুদ্ধ হয়ে যায়, যার ফলে কারখানায় ঢোকার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় শ্রমিকরা। পুলিশি হস্তক্ষেপে কর্মরত শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারা অবস্থানে অনড় ছিলেন। বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, গত ১ আগস্ট থেকে আচমকাই ১৫ জন শ্রমিককে কাজে আসতে নিষেধ করা হয়। কি তাদের অপরাধ তা তাদের জানানো হয়নি। গোবিন্দ ঘোষ বলেন, ওদের অপরাধ ওরা বিজেপির শ্রমিক সংগঠন করে। তাই তাদের কাজ কেড়ে নেওয়ার চেষ্টা। তার দাবি, কর্তৃপক্ষ তৃণমূল নেতাদের কথামত এই কাজ করেছে। এই শ্রমিকরা যে কাজ করতেন সেখানে এখন অন্য শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। এনিয়ে তারা স্থানীয় বিডিও ও কারখানা কর্তৃপক্ষের কাছে বিজেপি নেতা গোবিন্দ ঘোষ লিখিত দাবি জানিয়েছেন যাতে ওদের পুনর্বহাল করা হয়। সামনেই পুজো আসছে। এই সময় কাজ হারালে ওই পরিবারগুলির কি হবে। এই কারখানার মাস মাইনে থেকেই সংসার চলত বলে হতাশ গলায় বলেন কাজ হারানো শ্রমিক কৃষ্ণ লোহার। তিনি বলেন, কারখানার নির্মাণ কাজের সময় থেকে তারা যুক্ত রয়েছেন। উৎপাদন শুরু হওয়ার পর থেকে তারা লোডিং – আনলোডিংয়ের কাজ করতেন। তাদের দাবি, অবিলম্বে তাদের কাজে নিয়োগ করা না হলে পরিবার নিয়ে অসহায় হয়ে পড়বেন।

কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আশ্বাস না পেলেও এদিন পুলিশ তাদের আশ্বস্ত করেন শীঘ্রই বিডিও, কারখানা কর্তৃপক্ষ ও বিক্ষোভকারিদের ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবেন।

এই আশ্বাস পেয়ে তারা অবস্থান তুলে নিলেও বিজেপি নেতা গোবিন্দ ঘোষ বলেন, বড়জোড়া শিল্পাঞ্চলে তৃণমূলের ঘুঘুর বাসা ভাঙতে আমাদের যত লড়াই করতে হোক আমরা করব। কিন্তু এই অন্যায় আমরা মানব না। তিনি বলেন, বড়জোড়ার আইসি সাহেবের কথায় আমরা বিরত থাকলাম। কিন্তু ৭ দিনের মধ্যে পুনর্নিয়োগ না হলে আমরা লাগাতার আন্দোলন করতে বাধ্য হবো।

এ বিষয়ে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি বলেন, বিজেপি ওই শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে। ওদের ছাঁটাই করা হয়নি। এখন উৎপাদনের কাজে কিছুটা মন্দা চলছে তাই ওদের সাময়িক ভাবে কাজ বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *