রায়গঞ্জে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ, প্রতিবাদে পথ অবরোধ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জানুয়ারি: বিজেপির মিছিল পুলিশ আটকে দেওয়ায় চরম উত্তেজনা দেখা দিয়েছে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় এলাকায়। মিছিল ও সভা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।

বিজেপির “আর নয় অন্যায়” গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে বানচাল করে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় অভিযুক্ত দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে বিজেপির প্রতিবাদ মিছিল আটকে দিল রায়গঞ্জ থানার পুলিশ। অন্যায়ভাবে পুলিশের তাদের মিছিল আটকে দেওয়া ও সভা বন্ধ করার প্রতিবাদে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বিদ্রোহী মোড়ে মহাত্মা গান্ধী রোডে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয় র‍্যাফ সহ রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘন্টাখানেক প্র‍তীকি অবরোধ করে দোষী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী অভিযোগ করে বলেন, রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রতিটি যুবকের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে সন্ত্রাসের রাজনীতি করছে। অন্য কোনও দলই তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারছে না। সন্ত্রাসের আঁতুরঘর হয়ে গিয়েছে ২২ নম্বর ওয়ার্ড। অবিলম্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *