সরকারি আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পুঞ্চায় বিক্ষোভ মিছিল বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১৬ ডিসেম্বর: সরকারি আবাস যোজনায় দুর্নীতি প্রকাশ্যে আসছে জেলা জুড়ে। কোথাও গ্রামবাসীদের বিক্ষোভ, কোথাও রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ঘটছে পুরুলিয়া জেলায়। এই ইস্যুতে বসে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সরকারি আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পুঞ্চায় বিক্ষোভ মিছিল করল বিজেপি। হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে শাসক দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেন কর্মসূচির নেতৃত্বে থাকা পদাধিকারীরা। পরে পুঞ্চা ব্লকের বিডিওকে একটি স্মারকলিপিও দেয় বিজেপি।

দলীয় কর্মসূচির নেতৃত্বে থাকা বিজেপি জেলা সহ সভাপতি গৌতম রায় বলেন, “দুর্নীতিতে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানরা যুক্ত। দুঃস্থ যোগ্য পরিবার সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত। এরই প্রতিবাদ জানাই আমরা। ভোট বঞ্চনার যোগ্য জবাব দেবেন বঞ্চিতরা।”

মিছিলের সামনের সারিতে থাকা বিজেপির জেলা সম্পাদক ও দলের মানবাজার বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক জনপ্রিয় ঘোষ বলেন, “পুঞ্চায় জেলা পরিষদের সভাধিপতির বাড়ি। আবাস যোজনার সেখানেই যথেচ্ছ দুর্নীতি হয়েছে। সরকারিভাবে তা উঠে এসেছে। তৃণমূলের ভূমিকা কী তা মানুষ বুঝেছে।” দুপুরে বিজেপির মিছিল শুরু হয়। মূল রাস্তা ধরে মিছিল শেষ হয় পুঞ্চা ব্লক অফিসের সামনে। মিছিলে অংশ নেন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য নীলোৎপল সিংহ ও অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *