বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুরে প্রতীকি অবস্থান বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: কৃষকদের শস্য হানির ক্ষতি পূরণ ও বিদ্যুতের বিল মকুবের দাবিতে এবং জেলা জুড়ে রেশনে দুর্নীতির বিরুদ্ধে আজ বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত বিডিও অফিস এবং এসডিও অফিসের সামনে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা ও এসটি মোর্চার পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত যুব মোর্চার সুদিপ জানা, অর্নব সেনগুপ্ত,অভিজিত পন্ডিত, আশীর্বাদ ভৌমিক ও গৌতম ভট্টাচার্যের নেতৃত্বে দুই সংগঠনের কর্মীরা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের ও বিদ্যুৎ বিল মকুবের দাবিতে এবং জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক অনিয়ম ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *