স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ জুন: লকডাউন পরিস্থিতিতে তিনমাসের বিদ্যুত বিল মকুবের দাবিতে এবারে আন্দোলনে নামল বিজেপি। বুধবার এই ইস্যুতে রায়গঞ্জে অবস্থিত রাজ্য বিদ্যুত দপ্তরের রায়গঞ্জ সাবডিভিশন অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা, কর্মীরা। বিক্ষোভ শেষে দলের তরফে একপ্রতিনিধি দল দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি জমা দেন।
দলের জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিশ্বজিত বাবু বলেন,”লকডাউনে মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। হাতে পয়সা নেই। এই পরিস্থিতিতে বিদ্যুতের বিল মকুব করতে হবে।” পাশাপাশি ইউনিট প্রতি বিদ্যুতের দাম কমানোরও দাবি তোলেন উপস্থিত নেতৃত্ব।