সাথী দাস, পুরুলিয়া, ২ নভেম্বর: নদিয়ায় দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়াতেও প্রতিবাদ বিক্ষোভের আঁচ পৌঁছে দিল বিজেপি। এছাড়া বিজেপি কর্মীদের উপর হামলা, খুন, মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, হত্যা ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সারা রাজ্যের সাথে পুরুলিয়াতেও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি।
এদিন পুরুলিয়ার মফস্বল, সদর ও জয়পুর সহ বিভিন্ন থানায় ঘেরাও কর্মসূচি করেন বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। পাশাপাশি থানায় স্মারকলিপিও দেন তাঁরা। এদিন পুরুলিয়ার মফস্বল থানায় দলীয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন
বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। ছিলেন জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ অন্যান্যরা নেতৃত্ব। পুরুলিয়া সদর থানার সামনে দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দেন শহর মন্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী। ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব।