আমাদের ভারত, বর্ধমান, ৩০ অক্টোবর: বর্ধমানে বিজেপির দলীয় মুখ্য কার্যালয় থেকে রাঢবঙ্গ জোনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হবে। বর্ধমান শহরের ঘোড়দৌড় চটি এলাকায় বিজেপির এই মুখ্য দলীয় কার্যালয়ের উদবোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নভেম্বর মাসের ৬ তারিখ তিনি বর্ধমানে আসবেন। তার সঙ্গে থাকবেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয় বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। তাই দলীয় কার্যালয় উদবোধনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে বিজেপি নেতা কর্মীদের।
শুক্রবার রাঢ বঙ্গ কার্যালয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে বর্ধমানে আসেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন জেলার কার্যকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্ধমানের বিজেপির কার্যালয়ের শুভ উদবোধন করবেন। এছাড়া রাজ্যের আরো দশটি বিজেপি কার্যালয়ের উদবোধন করবেন তিনি। ওই দিন তিনি বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সাতটি সাংগঠনিক জেলার কার্যকর্তারা সেদিন বৈঠকে থাকবেন। শহরের বিশিষ্ট মানুষদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। এদিন মল্লারপুরের ঘটনা প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র নেই।
আজ উৎসবের মরশুমে খুনের রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক বিজেপি কর্মীকে খুন করা হচ্ছে।পুলিশের লক আপে একের পর এক বিজেপি কর্মীকে মেরে ফেলা হচ্ছে। খুন করা হচ্ছে। পুলিশ আজ মানুষ খেকো হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় আসছে। প্রত্যেকটা খুনের বিচার হবে। দোষী পুলিশ অফিসারদের চাকরি থাকবে কি না সন্দেহ।
বিজেপির বর্ধমান সদর জেলার সভাপতি সন্দীপ নন্দী বলেন, বর্ধমানের বিজেপির মুখ্য কার্যালয়ের উদবোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই অফিস থেকেই রাঢ বঙ্গের জোনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হবে।আমাদের প্রস্তুতি চলছে। এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে বিজেপির রাজ্যের ভাইস প্রেসিডেন্ট রাজু বন্দ্যোপাধ্যায় আসেন। তিনি জেলার কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সেই মতো আমরা প্রস্তুতি নিচ্ছি।