ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বড় কথা বললেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা

আমাদের ভারত, ২৭ নভেম্বর:
হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এবার গুজরাট নির্বাচনের জন্য দলের কাছে এটা জাতীয় ইস্যু। এটা কার্যকর করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

তিনি বলেন, দেশের সম্পদ এবং এর দায়িত্ব সবার জন্য সমান, তাই ইউসিসিকে স্বাগত জানাতে হবে। আমরা যত বেশি সম্ভব রাজ্যে ইউসিসি’র বাস্তবায়ন করতে চাই। দেশ ও সমাজের বিরুদ্ধে কাজ করছে এমন শক্তিগুলির ওপর নজর রাখা রাজ্যের দায়িত্ব বলে মত নাড্ডার। তাঁর কথায় মানুষের শরীরে অ্যান্টি বডির মত আপনিও খারাপ কোষের উপর নজর রাখুন। দেশবিরোধী কোষের উপর নজর রাখা রাষ্ট্রের দায়িত্ব। এমন কিছু কোষ রয়েছে যা সবার আড়ালে থেকে কাজ করে তাই এই জাতীয় কোষগুলির উপর নজরদারি করার জন্য অ্যান্টি রেডিক্যালাইজনের প্রয়োজন।

বিজেপি গুজরাটে মুসলিম প্রার্থী দাড় না করানোর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নাড্ডা বলেন, “বিজেপি সবকা সাথ সবকা বিশ্বাস বিকাশে” বিশ্বাসে করে। তার কথায় প্রয়াত ডক্টর এপিজে আবদুল কালাম বিজেপির সমর্থনে রাষ্ট্রপতি হয়েছিলেন। তারপরে কেন্দ্রের মোদী সরকার মুসলিম রাজ্যপালদের নিয়োগ করেছিল। তাই তারা সাবকা সাথ সবকা বিকাশ নীতি অনুসরণ করে এবং নির্বাচনের জন্য টিকিট দেওয়া হয় সম্পূর্ণরূপে জেতার সম্ভবনার উপর ভিত্তি করে।

তিনি আরও বলেন, গুজরাট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মতো বিজেপি নিজের ইস্তেহারে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। নাড্ডা বলেন, ক্ষমতায়ন এবং লোভ দেখানোর মধ্যে পার্থক্য করা উচিত। আম আদমি পার্টি এবং কংগ্রেস উভয়েই জানে তারা গুজরাটে ক্ষমতায় আসছে না। তাই তারা তাদের জন্য প্রয়োজনীয় তহবিল ও বাজেটের হিসেব না করেই বিনামূল্যে অনেক কিছু দেওয়ার কথা ঘোষণা করতে পারে। কিন্তু বিজেপির কর্মসূচিগুলিই দরিদ্র এবং দরিদ্রদের ক্ষমতায়নের জন্য কল্যাণমূলক ব্যবস্থা।

নাড্ডা বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর গুজরাটের জনগণের হৃদয় বাস করেন এবং তারা আবার বিজেপির উপরেই আস্থা রাখবেন ও দলকে আরো একটি মেয়াদের জন্য জয়ী হবে। আগামী ১ এবং ৫ ডিসেম্বর ২ দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে গুজরাটে। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *