আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি:
বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার থানার সামনে রণক্ষেত্রের চেহারা নেয়। মহিলা যুব মোর্চার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপির মহিলা যুব মোর্চা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনায় মহিলা মোর্চার বেশকিছু সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।