নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ জানুয়ারি:
মশাল মিছিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতি মহিলা মোর্চার সমর্থকদের। সোমবার কুমারগঞ্জের ঘটনায় বিজেপির রাজ্য সদর দফতরের সামনে থেকে একটি মশাল মিছিল করার প্রস্তুতি নেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। রাজ্য বিজেপির মহিলা মোর্চার কর্মীরা মিছিল শুরু করতেই পুলিশ তাদের আটকায়। আর তারপরেই কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেন, বালুরঘাটের কুমারগঞ্জের ধর্ষণের ঘটনায় রাজ্য সরকার চার লাখ টাকার চেক দিয়েছে। ডিএম অফিস থেকে মৃতা কিশোরীর বাবা মাকে চেক দেওয়া হয়েছে। তারপরেই কয়েকদিন ধরে তারা নিখোঁজ ছিল। রাজ্যের আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে এটা তারই প্রমাণ বলে জানান হুগলীর সাংসদ।
মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে যোগীরাজ্যে আইনশৃঙ্খলার হাল খারাপ। কিন্তু পশ্চিমবঙ্গে প্রতিদিন নারী ধর্ষণ হচ্ছে বলে অভিযোগ করেন লকেট চ্যাটার্জি। তার প্রতিবাদে এদিন বিজেপির সদর দপ্তর থেকে মহিলা ও যুব মোর্চার নেতৃত্বে মিছিল বের করা হয়েছিল। কিন্তু পুলিশ তাদের মিছিল করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন হুগলীর সাংসদ। তারপরেই রাজ্যের প্রশাসনকে আক্রমন করেন লকেট চ্যাটার্জি। তিনি বলেন, এরাজ্যে মিছিল করার অনুমতি দেওয়া হয় না। তবে আমরা দেখলাম গত কয়েকদিন ধরে বিজেপি বিরোধীরা টানা রাস্তাবন্ধ করে মিছিল করল। তখন মমতা ব্যানার্জি তাদের মিছিল করতে দিলেন।