বনগাঁয় রাজ্যের নিহত দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি দিবস পালন বিজেপির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জুলাই: পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহিদ দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করল বিজেপি। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মতিগঞ্জে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক, কীর্তনীয়া, সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল সহ একাধিক নেতারা।

রাজ্যের নিহত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানিয়ে বনগাঁয় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করল বিজেপি। বুধবার শতাধিক বিজেপি কর্মী-সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, “আমাদের বিজেপির ৪২ জন কর্মী নিহত হয়েছে৷ তাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি।”

সাংগঠনিক জেলা সম্পাদক দেবদাস মন্ডল বলেন, “আমরা শান্তি চাই। মানুষকে খুন করে, ভয় দেখিয়ে, ঘর ছাড়া করা এমন রাজনীতি চাই না। দিনের পর দিন অসহায় মহিলারা নির্যাতিত হচ্ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিচ্ছে না। উপরন্ত সেই সব দুষ্কৃতীদের সাহায্য করছে পুলিশ। গণতন্ত্রকে হত্যা করে হিংসার রাজ্যনীতি করছে কিছু দুষ্কৃতী। এই বাংলা আমরা চাইনি। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসায় বিজেপির ৪২ জন কর্মী নিহত হয়েছে। আর কোনও মায়ের কোল যেন খালি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *