আমাদের ভারত, আরামবাগ, ৩ ডিসেম্বর: দলীয় পদ নিয়ে আরামবাগে এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বেশ কিছুদিন আগে মন্ডল সভাপতির পদ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চলে ব্যাপক মারামারি, এমনকি সেই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়। এবার আরামবাগে বিজেপির সদর কার্যালয়ে জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের বিরুদ্ধে পোস্টার মারল দলের কর্মীরাই।
বিজেপি কর্মীদের দাবি, এই সাংগঠনিক জেলার বিভিন্ন মন্ডল সভাপতির পদ টাকার বিনিময়ে কেনা বেচা হয়েছে।বিজেপি কর্মীরা বলেন, “আমরা এর প্রতিকার চাই।” আরামবাগ জেলা সাংগঠনিক জেলা সভাপতির পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপি কর্মীদের একাংশ। পার্টি অফিসের সামনে পোস্টার লাগিয়ে তাঁরা বিক্ষোভ দেখান।
দলীয় কার্যালয়ে পোস্টার মাররার বিষয়টি স্বীকার করেছেন বিমান ঘোঘ। তিনি বলেন, ঘটনাটি সত্যি, যাঁরা এই ঘটনাটি ঘটিয়েছে তারা সম্প্রতি তৃণমূল থাকে এসেছে।ভেবেছিল দলে এসে ক্ষমতা নিয়ে তৃণমূলের মতো চালাবেন, কিন্তু বিজেপিতে সেটা হবে না। তাই এইসব করছে। তবে যে বা যারা পোস্টার মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা সভাপতি যাই বলুন না কেন, এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।