আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ জুন: লোকসভা নির্বাচন শেষ হলেও ব্যারাকপুর লোকসভায় বিভিন্ন জায়গায় বিজেপি নেতা- কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বারবার বলছেন, গুন্ডারাজ দমন করতে হবে। তবুও থামছে না অশান্তি। বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙ্গচুর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই এলাকায় পৌঁছোয় বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এই বিষয়ে কাঁচরাপাড়া টাউন তৃণমূল সভাপতি অশোক তালুকদার বলেন, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে আমার তা জানা নেই। তবে দলীয়ভাবে আমাদের নির্দেশ আছে যদি কোথাও কোনো ঘটনা ঘটে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।
অন্যদিকে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন, ওরা চায় ভয়ের বাতাবরণ তৈরি করে বাংলায় গণতন্ত্র ক্ষুন্ন করতে। তবে এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি একটুও বিচলিত নয়।