আমাদের ভারত, হলদিয়া, ২৯ নভেম্বর: হলদিয়া পৌরসভা এলাকায় বিজেপির দুটি পার্টি অফিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হলদিয়া পৌরসভার ১ ও ৬ নং ওয়ার্ডের অন্তর্গত দুর্গাচক ও সুতাহাটা এলাকায় বিজেপির দুটি অস্থায়ী পার্টি অফিস রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত তা সরাসরি না জানা গেলেও বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় বিজেপি নেতা জয় মল্লিক বলেন, তিনটি উপনির্বাচনে জিতেছে তৃণমূল। তারপর রাজনৈতিক প্রতিহিংসার চিত্র যদি এই রূপ পায় তাহলে হলদিয়া এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ভোর রাতে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল পার্টি অফিস গুলিতে। সবকিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আমরা এর যথাযথ ব্যবস্থা নেব।
অন্যদিকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তথা হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল বলেন, ওখানে পার্টি অফিস ছিল বলে জানি না। তবে একটা হোগলার ঘর ছিল যেখানে বিজেপির ফ্ল্যাগ থাকতো। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রচুর। নিজেদের মধ্যে গন্ডগোল করেই আগুন লাগিয়েছে। এখন আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। তবে এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা আছে।