গোপালরায়, আরামবাগ, ৫ নভেম্বর: বিজেপি কার্যালয়ে ভাঙ্গচুরের পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়াও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ। এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। ভাঙ্গচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল ঢলছে। ঘটনাটি ঘটেছে হুগলীর গোঘাট বেঙ্গাই অঞ্চলের ভাদুর এলাকায়।
বিজেপি কার্যালয়ের হামলা চালানোর পাশাপাশি ভাঙ্গচুর করা হয় চেয়ার, টেবিল, ফ্লেক্স। ফেলে দেওয়া হয় নথিপত্র। বিজেপির অভিযোগ, বুধবার রাতে দলীয় কার্যালয় বন্ধ করে চলে যাওয়ার সময় বেশ কিছু তৃণমূলের লোকজন দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালায়। বিজেপির টাঙানো দলীয় পতাকাগুলি ছুড়ে ফেলে দেয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বিজেপির কার্যকর্তা ও কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে এসে এই ঘটনা দেখে। এরপর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে ছুটে আসে গোঘাট থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় সব অস্বীকার করেছে তৃণমূল।

