আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ নভেম্বর: আবার আক্রমন বিজেপির দলীয় কার্যালয়ে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামল বিজেপির দলীয় কর্মীরা। গতকাল রাতে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। পটাশপুর থানার নতুন পুকুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ভারতীয় জনতা পার্টির এই দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল, কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙ্গচুর ও লন্ডভন্ড করার পাশাপাশি বাড়ির অ্যসবেস্টাসের চালও ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে জানিয়েছে।
দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ সকালে এগরা-বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির দলীয় কর্মীরা। প্রায় দু’ঘণ্টা পথ অবরোধ থাকে। এই বাস রাস্তা অবরোধের ফলে অবরোধ স্থলের দুদিকে বিপুল সংখ্যক যানবাহন দাঁড়িয়ে যায়। সৃষ্টি হয় যানজটের। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।