BJP, Bhagwanpur, চুলে রঙ করার ক্যামিক্যাল খেয়ে প্রাণ গেল বিজেপি পঞ্চায়েত প্রধানের, শোকের ছায়া ভগবানপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ জানুয়ারি: ভগবানপুর ১ ব্লকের ইলাশপুর এলাকায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু। নাম নবনীতা কুইলি বর্মন। বাড়িতে চুল রঙ করার কেমিক্যাল খেয়ে ফেলার পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় বলে খবর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার রাতের দিকে সবার অজ্ঞাতে আচমকাই বাড়ির মধ্যে চুল রঙ করার কেমিক্যাল খেয়ে ফেলেন নবনীতা। ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ভগবানপুরের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় নবনীতাকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়। সোমবার তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নবনীতা কুইলি বর্মনের বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি দুই ভগবানপুর থানার ইলাশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত। গত বছর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হওয়ার পর নবনীতাকে সর্ব সম্মতিতে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করা হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু সে বিষয়ে এখনও পরিবারের তরফে কিছু জানা যায়নি।

ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক আনোয়ার আলি জানান, “পঞ্চায়েত প্রধান হিসেবে নবনীতা গত ২ বছরে খুব ভালো কাজ করেছেন। সাধারণ মানুষের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন তিনি, কিন্তু ঠিক কী কারণে তাঁর এই মৃত্যু সে বিষয়ে এখনো অন্ধকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *