সাথী দাস, পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি: বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধের শুরু থেকেই সাড়া পড়ল না পুরুলিয়ায়। সকাল থেকেই স্কুল, হাট বাজার, দোকান পাট খোলা থাকে। জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে, বেসরকারি বাস রাস্তায় কম দেখা গিয়েছে। সেই কারণে সড়ক পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি বাস বেশি নামানো হয়েছে। যদিও বহু যাত্রীকে ছোট গাড়ি ভাড়া করে যাতায়াত করতে দেখা গিয়েছে। বিজেপির এই আচমকা বনধ কিছুটা হলেও সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে।

বেলায় বন্ধের সমর্থনে পুরুলিয়া শহরে পথে নামে বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিবেক রাঙা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। খোলা দোকান পাট বন্ধ করার জন্য দোকানদারদের অনুরোধ করেন তাঁরা।

