আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: ত্রিশূলের আকারে ত্রিফলা আক্রমণ হবে নবান্ন অভিযানে। হ্যাঁ এমনই নীল নকশা তৈরি করেছে রাজ্য বিজেপি। দু-একদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান রয়েছে বিজেপির। চলতি বছরে বঙ্গ বিজেপির এটা সবথেকে বড় কর্মসূচি। এই কর্মসূচির মিছিল শুরু হবে তিন দিক থেকে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, এবার নবান্ন অভিযানে বিশাল মিছিলের প্রস্তুতি চলছে। দু’দিন আগে থেকেই কর্মী-সমর্থকরা কলকাতার দিকে আসতে শুরু করবেন। তিন দিক থেকে আসা মিছিল ঠিক বেলা একটায় নবান্নের দিকে এগোবে। হাওড়া ময়দান থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল যাবে। কলেজস্ট্রিট থেকে যাওয়া মিছিলের নেতৃত্ব দেবেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শিয়ালদা থেকে আসা মিছিলে দায়িত্বে থাকবেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়।
রাজ্য বিজেপির পাঁচটা জোন( সাংগঠনিক এলাকা) থেকে কর্মী-সমর্থকরাও সেদিন আসবেন কলকাতায়। সব মিছিলের লক্ষ্য হবে নবান্নে পৌঁছানো। পুলিশের বাধার মুখে যদি কোনো মিছিল পড়ে তাহলে কি হবে তার রূপরেখা ঠিক করে নিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবারের নবান্ন অভিযানের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
গতবার বিজেপির মিছিলকে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল। সাদা জলের বদলে রঙিন জল ছড়ানো হয়েছিল আন্দোলনকারীদের ওপর। তবে এবারের মিছিলের তেজ অনেক বেশি থাকবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।
বিজেপির মিছিলের মূল স্লোগান, চোর ধরো জেল ভরো। এখন এই অভিযানকে কেন্দ্র করে বিজেপির জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক বড় বড় মিছিল, জনসভা, প্রতিবাদ সভা করছে। প্রতিটি জেলার দায়িত্ব আলাদা আলাদা করে রাজ্য নেতৃত্বকে দেওয়া হয়েছে।

