নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:
১০ দফাতে আগামী বিধানসভা নির্বাচনের দাবি জানালো রাজ্য বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। দেখা করে ১০ দফাতে ভোটের দাবি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন বিজেপি সাংসদরা। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত।
রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা বেহাল। কমিশনের কাছে এমনটাই অভিযোগ জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা অবাধ ভোট করানোর জন্য কমিশনকে বলেছি। বাংলাতে সুষ্ঠুভাবে ভোট করাতে হলে ১০ দফাত ভোট করাতে হবে। সঙ্গে চাই কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে তার ব্যবস্থা কমিশনকে করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যাতে নির্বাচনের আগে রুটমার্চ করে তার কথা কমিশনকে জানিয়েছি বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।