আমাদের ভারত, ২২ মার্চ: রামপুরহাট-কান্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হস্তক্ষেপের লিখিত আর্জি জানালেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা।
চিঠিতে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা এবং নেতিবাচক আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ভগ্নহৃদয়ে এটা লিখছি। আপনি জানেন যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে ৫০-শেরও বেশি-বিজেপি সমর্থককে টিএমসি গুন্ডারা খুন করেছে। ১৯ মার্চ শেখকে হত্যার চেষ্টা হয়। ক্ষমতাসীন দলের মদদপুষ্ট রাজনৈতিক সন্ত্রাসবাদীরা রানাঘাটের সংসদ সদস্য জগন্নাথ সরকারকে লক্ষ্য করে বোমা ছোড়ে। সৌভাগ্যক্রমে তিনি হামলা থেকে রক্ষা পান।
১৫ মার্চ, আন্তঃদলীয় প্রতিদ্বন্দ্বীতা উত্তর ২৪ পরগণায় নবনির্বাচিত টিএমসি কাউন্সিলর অনুপম দত্ত এবং পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলর তপন কুন্ডুকে হত্যা করা হয়। মর্মান্তিকভাবে, বীরভূম এলাকায় এক পঞ্চায়েত উপ-প্রধানকে হত্যার পর গত রাতে রামপুরহাটে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
দৃঢ়ভাবে লক্ষ্য করা উচিত, পঞ্চায়েত উপ-প্রধানকে বোমা হামলার পর এই হত্যা করা হয়েছে। বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার, রাজনৈতিক বিরোধ মীমাংসা করতে এবং সাধারণ নাগরিকদের মধ্যে ত্রাস ছড়াতে সন্ত্রাসীদের তৃণমূল সক্রিয়ভাবে ব্যবহার করছে।
আমরা আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি রাজ্যের দ্রুত অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিবেচনা করুন এবং হিংসার এই প্রবাহ নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আমাদের নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলতে দিতে পারি না। রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস আরও বেড়েছে। আমরা আপনার সময়মত হস্তক্ষেপের জন্য এবং এর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিলে কৃতজ্ঞ থাকব।”