নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ এপ্রিল: এবার ত্রাণ বিলি করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে আমি ত্রাণ বিলি করতে গিয়েছিলাম। সেইসময় আমার গাড়ি আটকায় পুলিশ। ত্রাণ আটকাতেই পুলিশ উত্তরচব্বিশ পরগনার আমডাঙায় আমার গাড়ি আটকেছে। তারপরেই অর্জুন সিং পুলিশ কর্তাদের দিকে পাল্টা প্রশ্ন ছোড়েন, আমাডাঙায় কিভাবে দোকান, বাজার চলছে? কিছু মানুষ কেন সবকিছু খোলা রেখেছেন? তাদের বিরুদ্ধে রাজ্যের পুলিশ কেন ব্যাবস্থা নেয়নি। অর্জুন সিংয়ের এইসব প্রশ্নের অবশ্য উত্তর দিতে পারেননি আমাডাঙা থানার পুলিশ কর্তারা।
অন্যদিকে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে শ্রমিকদের ত্রাণ বিলিতে বিজেপি সাংসদ জন বার্লাকে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন সাংসদ। তিনি বলেন, গোটা আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি জেলার চা শ্রমিকরা অনাহারে রয়েছে। তাদের খাদ্য পৌছাতে গেলেই পুলিশ আমাকে বাধা দিচ্ছে।