নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ ডিসেম্বর:
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে ভোট করানোর দাবি জানাল রাজ্য বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা অনেক সময় নিরপেক্ষ হতে পারেন না। তাদের উপর রাজ্যের শাসকদলের একটা চাপ থাকে। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে ভোট করানোর দাবি আরিজ আফতাবের কাছে জানিয়েছি। প্রয়োজনে বুথের প্রিসাইডিং অফিসার যাতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া হয় তার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বপন দাশগুপ্ত।
পাশাপাশি তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনই চিন্তা ভাবনা করতে হবে কমিশনকে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এ রাজ্যে অবাধ ভোট সম্ভব নয়। সেকথাও আজ আমরা মুখ্য নির্বাচন আধিকারিককে জানিয়েছি বলে জানান বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।