কেন্দ্রীয় সরকারের কাছে নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর দাবি জানালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর: “অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উচিত মতুয়া সমাজের কাছে এসে সিএএ নিয়ে কেন্দ্রের কি অবস্থান রয়েছে তা জানানো। বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন চালু না হলে তার প্রভাব পড়বে মতুয়া সমাজের কাছে। দ্রুত এই আইন লাগু না হলে এর গুড এফেক্ট ও ব্যাড এফেক্ট দুইই আছে “। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এমনই দাবি তুললেন বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের মহাসংঘাধিপতি শান্তনু ঠাকুর। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে মতুয়া সংঘের এক সমাবেশে যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের মহাসংঘাধিপতি শান্তনু ঠাকুর।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-২০১৯) দ্রুত লাগু করার দাবিতে রায়গঞ্জ শহরে বিরাট মতুয়া মহাসমাবেশ ও পদযাত্রা করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মতুয়া সংঘের মহাসমাবেশ ও পদযাত্রায় অংশ নেন বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর, মতুয়া সংঘের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বাবুলাল বালা সহ শীর্ষ নেতৃত্ব।

বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করেছে। কিন্তু এখনও পর্যন্ত সেই আইন দেশে লাগু হয়নি। সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও বহু উদ্বাস্ত ও মতুয়া সম্প্রদায়ের মানুষ এই নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর সুফলের দিকেই তাকিয়ে রয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও নাগরিকত্ব সংশোধনী আইন লাগু না করায় আন্দোলন শুরু করল অল ইন্ডিয়া মতুয়া সংঘ। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের মহাসংঘাধিপতি শান্তনু ঠাকুর। সোমবার মতুয়া সংঘের এক সমাবেশে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, অবিলম্বে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করতে হবে। নাহলে আগামী বিধানসভা ভোটে এর প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *