শিলদায় জনরোষের মুখে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো 

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ ফেব্রুয়ারি: ঝাড়গ্রামের শিলদার বাসিন্দাদের জল সঙ্কট পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই। আজ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো জনগণের সঙ্গে দেখা করতে গেলে প্রবল জনরোষের মুখে পড়েন। স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরেই তারা যথাযথ পানীয় জল পাচ্ছেন না, আর তারই প্রতিবাদে শিলদায় রাস্তা অবরোধ করে।

বিজেপি সাংসদ আন্দোলনরত জনতার মুখোমুখি হয়েছিলেন এবং সেখানকার পরিস্থিতি নিয়ে তাদের প্রশ্ন করেছিলেন। তিনি তাদের সাথে কথা বলার সময় পানীয় জলের সমস্যার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন। জনগণ দাবি করে তাদের নির্বাচিত সাংসদ কুনার হেমব্রমকে এসে  তাদের সাথে কথা বলতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও জ্যোতির্ময়বাবু জনসাধারণের কথা যথাযথভাবে শোনেননি এবং সমস্ত দোষ রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এলাকার প্রতিবাদী মহিলারা যখন তাঁকে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করার চেষ্টা করেন তখন তিনি তা এড়িয়ে যান।

এই ঘটনার কিছুক্ষণ পরেই এসে পৌঁছান ঝাড়গ্রাম লোকসভার সদস্য কুনার হেমরম। বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন এবং অবস্থান-বিক্ষোভের মাঝখানে বসিয়ে রাখেন। তিনি বিক্ষোভকারীদের জানান, এই মুহূর্তে তাঁর কাছে কোন ফান্ড নেই। নির্বাচনের পর তিনি সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এই খবর লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আধিকারিক উপস্থিত না হওয়ায় বিক্ষোভ চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *